যাঁর সুরের মূর্ছনায় বুঁদ ছিল সংগীতপ্রেমীরা, সেই সুরসম্রাজ্ঞীর জীবনে নাকি কখনও প্রেম আসেনি। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন উপমহাদেশের সর্বকালের অন্যতম সেরা কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর।প্রেম-বিয়ে-বিচ্ছেদ সম্পর্কিত জনপ্রিয় পোর্টাল বলিউড শাদিস ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কিংবদন্তি লতা মঙ্গেশকর প্রধানত দুটি কারণে বিয়ে করেননি। যার একটি ছোট ভাইবোনদের শিক্ষা থেকে শুরু করে ক্যারিয়ারে জীবনের বেশি সময়…
কখনও প্রেমে পড়েননি, বিয়েও করেননি লতা মঙ্গেশকর
